বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ১২ অক্টোবর ২০২৪

আমেরিকায় পোশাক রপ্তানিতে ধাক্কা খেল বাংলাদেশ

আমেরিকায় পোশাক রপ্তানিতে ধাক্কা খেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে দেশটির বাজারে মোট ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কম।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্যই উঠে এসেছে। 
বাজারটিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে অন্যদের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক বেশি কমেছে।  
অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, দেশটির ব্যবসায়ীরা এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৫ হাজার ১৩০ কোটি ডলারের পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কম। তৈরি পোশাকে আমেরিকায় বাংলাদেশের বাজার হিস্যা এখন ৯ শতাংশ।

সর্বশেষ

জনপ্রিয়