বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ২ অক্টোবর ২০২৫

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

ইলন মাস্ক আবারও ইতিহাস গড়লেন। টেসলা, স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই–এর দাপটে তিনি এখন বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার। ফোর্বসের তথ্যানুসারে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছাড়িয়েছে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক প্রযুক্তি দুনিয়ায় এর আগে এমন মাইলফলক স্পর্শ করেননি আর কেউ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (২ অক্টোবর) দুপুরে মাস্কের সম্পদ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। যদিও দিনের শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়নের ওপরে নেমে আসে, তবুও ইতিহাসের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হিসেবে নাম লেখান মাস্ক।

মাস্কের বিপুল সম্পদ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে টেসলার শেয়ারদর। বর্তমানে কোম্পানিটির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। শুধু বুধবারই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে টেসলার শেয়ারের দাম ৩.৩ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।

এ ছাড়া স্পেসএক্স ও এক্সএআই–এর সাম্প্রতিক সাফল্যও তার সম্পদকে নতুন উচ্চতায় তুলেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, মাস্ক রাজনৈতিক বিতর্ক এড়িয়ে আবারও ব্যবসা ও প্রযুক্তির দিকে মনোযোগী হয়েছেন। এর ইতিবাচক প্রভাব পড়েছে তার কোম্পানিগুলোর বাজারমূল্যে।

ফোর্বস সূচক অনুসারে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বর্তমানে ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারদর ৪০ শতাংশ বেড়ে গিয়ে একসময় তিনি মাস্ককে অতিক্রম করেছিলেন। তবে টেসলা ও অন্যান্য কোম্পানির উত্থানে মাস্ক আবারও সবার ওপরে উঠে আসেন।

সর্বশেষ

জনপ্রিয়