বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রকাশিত: ১৪:৪৮, ১৫ আগস্ট ২০২৫

ম্যানচেস্টার বিমানবন্দরে দুটি ইজি জেট বিমানের ডানায় ধাক্কা – অল্প

ম্যানচেস্টার বিমানবন্দরে দুটি ইজি জেট বিমানের ডানায় ধাক্কা – অল্প

ম্যানচেস্টার বিমানবন্দরে দুটি ইজি জেট বিমানের ডানায় ধাক্কা – অল্প সময়ের জন্য ফ্লাইট বন্ধ

ম্যানচেস্টার বিমানবন্দরে দুটি ইজি জেট বিমানের ডানায় ধাক্কা লাগার ঘটনায় অল্প সময়ের জন্য সব ফ্লাইট বন্ধ রাখা হয়। আজ সকালে (১৫ আগস্ট) রানওয়ের পথে ট্যাক্সি করার সময় বিমানের এই সংঘর্ষ ঘটে। সতর্কতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হলেও বর্তমানে বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীদের বিলম্বের সম্ভাবনা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী, যিনি ফ্রান্সে যাওয়ার কথা ছিল, তিনি আমাদের-কে বলেন, “ম্যানচেস্টার বিমানবন্দরে বিমানে বসে আছি, এমন সময় আরেকটি বিমান এসে আমাদের ডানায় ধাক্কা দিয়ে ডানার অংশ ভেঙে দিয়েছে।”

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত দুটি বিমানই সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল—একটি জিব্রাল্টারের উদ্দেশ্যে (ফ্লাইট U22267) এবং অন্যটি প্যারিসের উদ্দেশ্যে (ফ্লাইট U22117)। ক্ষতিগ্রস্ত বিমান দুটি ম্যানচেস্টার থেকে আর ছেড়ে যাবে না; ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইজি জেটের এক বিবৃতিতে বলা হয়, “ম্যানচেস্টার বিমানবন্দরে রানওয়ের পথে ট্যাক্সি করার সময় দুটি বিমানের মধ্যে সংস্পর্শ ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। যাত্রী ও ক্রুর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সর্বশেষ

জনপ্রিয়