বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি রাজধানীতে, বাড়লো ভোগান্তিও

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি রাজধানীতে, বাড়লো ভোগান্তিও
ছবি: সংগৃহীত

টানা গরমে হাঁসফাঁস করা নগরবাসীর জীবনে স্বস্তি নিয়ে এসেছে হঠাৎ দুপুরের বৃষ্টি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি নামতেই কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলে। তবে স্বস্তির পাশাপাশি সৃষ্টি হয় নানা দুর্ভোগও।

মিরপুর, উত্তরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে তীব্র যানজট দেখা দেয়। অফিসফেরত মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। অনেকে আশ্রয় নেন মেট্রোরেল স্টেশন কিংবা ওভারব্রিজের সিঁড়িতে।

পথচারী আব্দুর রশিদ বলেন, “হঠাৎ বৃষ্টি ভালো লাগলেও ভিজে গেলে সর্দি-জ্বর হয়।” আরেকজন বাইক রাইডার রহিম জানান, “অফিস শেষে পূজার ছুটি শুরু হওয়ার আগে এ ধরনের বৃষ্টি যানজট বাড়ায়, গণপরিবহনের সংকটও তৈরি করে।”

এদিকে বৃষ্টিতে মেট্রোস্টেশনে আশ্রয় নেওয়া মোশাররফ হোসেন বলেন, “রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ বৃষ্টিতে ভিজে যাই। এরপর আশ্রয় নিতে এখানে চলে আসি।”

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন অনিয়মিতভাবে এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

প্রচণ্ড গরমে হাঁপিয়ে ওঠা মানুষ বৃষ্টিকে স্বস্তির বার্তা হিসেবে দেখলেও সাময়িক যানজট, গণপরিবহনের সংকট ও ভিজে যাওয়ার মতো অসুবিধার মুখোমুখি হয়েছেন। তবে নগরবাসীর প্রত্যাশা—গরম থেকে মুক্তি দিয়ে বৃষ্টি যদি এভাবেই থাকে, তাহলে খানিকটা হলেও আরাম মিলবে।

সর্বশেষ

জনপ্রিয়