বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ৩১ আগস্ট ২০২৫

ধানমন্ডিতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল

ধানমন্ডিতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

‎রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মূল সড়কে আওয়ামী লীগ ও যুবলীগ একটি ঝটিকা মিছিল করেছে। প্রায় ১০০-১৫০ জনের এ মিছিলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর মিরপুর সড়কে মিছিলটি বের হয়। 

স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রাফা প্লাজার সামনে থেকে এক থেকে আওয়ামী লীগের শতাধিক কর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চার দিকে ছোটাছুটি শুরু হয়।‎

‎ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা জানান, আজকে দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবরও পেয়েছি আমরা। আশপাশের সিসি ক্যামেরা দেখে আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।

সর্বশেষ

জনপ্রিয়