বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
Thursday , 15 January 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩২, ৪ সেপ্টেম্বর ২০২৫

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নাকচ

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নাকচ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অনেকেই তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।

এজাহার থেকে জানা গেছে, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর পর এক দল ব্যক্তি স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে অতিথিদের অনেককে বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে।

এ ঘটনায় গত শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তী সময়ে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

অন্য আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, মহিউল ইসলাম ওরফে বাবু, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী এবং আব্দুল্লাহ আল আমিন।

সর্বশেষ

জনপ্রিয়